বাসন্তী হাইওয়ে টাকি রোড মাইকিং মাক্স স্যানিটাইজার বিলি পুলিশের।।

।।বাসন্তী হাইওয়ে টাকি রোড মাইকিং মাক্স স্যানিটাইজার বিলি পুলিশের।।


 কলকাতার পর উত্তর 24 পরগনা করোনার করণা আক্রান্তের সংখ্যা বেশি

 এবার পথে নামল বসিরহাট পুলিশ জেলা পুলিশ সুপার জবি থমাসকে নির্দেশে বসিরহাট থানার আইসি সুরিন্দর সিং হাসনাবাদ থানার আইসি কৃষ্ণেন্দু ঘোষ,মিনাকার ওসি সিদ্ধার্থ মন্ডল, মাটিয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাপস ঘোষ, বাদুড়িয়ার থানার ওসি অনিল সাউ, দু'নম্বর ব্লকের বিডিও অমিত চক্রবর্তী বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারিকরা এদিন কলকাতা ও বাসন্তী হাইওয়ে, টাকি রোডে করোনা বার্তা দিতে , একদিকে ট্যাবলো সচেনতার বার্তা, অন্যদিকে স্যানিটাইজার মাক্স বিতরণ করা হয়। সব মিলিয়ে সময় যত যাচ্ছে করণা বাড়বাড়ন্ত হবে সেটা পুলিশের করণা সচেতনতায় বার্তা দিয়ে বেরিয়ে আসলো তাই কোমর বেঁধে এবার আসরে ফের পুলিশ।

Popular posts from this blog

বিদ্যালয় খোলার চিঠিতে সিঁদুরে মেঘ দেখছে হাবড়ার জলমগ্ন এলাকার পরিবারের জনা পঞ্চাশেক সদস্য ।বর্তমানে তারা রয়েছে হাবড়া মডেল হাইস্কুলে । বিকল্প ব্যবস্থা না হলে স্কুল ছারবেন না জানান তারা ।

আরও শক্তি বাড়াল জাওয়াদ।

নির্বাচন পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী জে পি যাদব খুনের তদন্তে ভাটপাড়ায় সিবিআই