Posts

আরও শক্তি বাড়াল জাওয়াদ।

আরও শক্তি বাড়াল জাওয়াদ। বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে অতি গভীর নিম্নচাপ। এই মুহুর্তে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর লাগোয়া পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তার অবস্থান। আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি পরিণত হবে ঘূর্ণিঝড়ে। আগামীকাল সকালে ল্যাণ্ডফলের সম্ভাবনা। রাজ্যের বিভিন্ন দফতর যেমন তৎপর পাশাপাশি বিদুৎ দফতর ও খুব তৎপর। সমুদ্র উপকূল বর্তি এলাকার জেলা গুলোতে টিম করে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। ডিএম এসপি দের সাথে যোগাযোগ রেখে কাজ করবে বিদুৎ দফতর। বিশেষ হেল্প নম্বরও চালু করলো বিদুৎ দফতর। কলকাতাতে থানা কেউ দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্য বিদ্যুৎ দফতরের হেল্প নম্বর ৮৯০০৭৯৩৫০৩/0৪ সিএসসির হেল্প নম্বর ৯৮৩১০৭৯৬৬৬/৯৮৩১০৮৩৭০০

নির্বাচন পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী জে পি যাদব খুনের তদন্তে ভাটপাড়ায় সিবিআই

নির্বাচন পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী জে পি যাদব খুনের তদন্তে ভাটপাড়ায় সিবিআই ---------------------------------------------- নির্বাচন পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী জয়প্রকাশ যাদব খুনের ঘটনার তদন্তে বুধবার বেলায় ভাটপাড়ার ১ ,নম্বর ওয়ার্ডের কুলিডিপো মোড়ে আসেন সিবিআইয়ের টিম। ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা লালন সিং ও তার পুত্র চন্দন সিং এখনও ফেরার। এদিন সিবিআইয়ের টিম লালন সিংয়ের বাড়িতে এসে তার পরিবারের লোকজনের সঙ্গে দীর্ঘক্ষন কথা বলেন। অভিযুক্তের বাড়িতে আসার আগে কেন্দ্রীয় তদন্তকারীরা ভাটপাড়া থানায় গিয়ে কিছু তথ্য সংগ্রহ করেন। প্রসঙ্গত, চলতি বছরের ৬ জুন বেলায় মাথায় বোমা মেরে খুন করা হয়েছিল জয়প্রকাশ যাদবকে। বোমা মারায় অভিযুক্ত টুনটুন চৌধুরী ইতিমধ্যে জামিন পেয়ে গিয়েছে।

বাসন্তী হাইওয়ে টাকি রোড মাইকিং মাক্স স্যানিটাইজার বিলি পুলিশের।।

।।বাসন্তী হাইওয়ে টাকি রোড মাইকিং মাক্স স্যানিটাইজার বিলি পুলিশের।।  কলকাতার পর উত্তর 24 পরগনা করোনার করণা আক্রান্তের সংখ্যা বেশি  এবার পথে নামল বসিরহাট পুলিশ জেলা পুলিশ সুপার জবি থমাসকে নির্দেশে বসিরহাট থানার আইসি সুরিন্দর সিং হাসনাবাদ থানার আইসি কৃষ্ণেন্দু ঘোষ,মিনাকার ওসি সিদ্ধার্থ মন্ডল, মাটিয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাপস ঘোষ, বাদুড়িয়ার থানার ওসি অনিল সাউ, দু'নম্বর ব্লকের বিডিও অমিত চক্রবর্তী বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারিকরা এদিন কলকাতা ও বাসন্তী হাইওয়ে, টাকি রোডে করোনা বার্তা দিতে , একদিকে ট্যাবলো সচেনতার বার্তা, অন্যদিকে স্যানিটাইজার মাক্স বিতরণ করা হয়। সব মিলিয়ে সময় যত যাচ্ছে করণা বাড়বাড়ন্ত হবে সেটা পুলিশের করণা সচেতনতায় বার্তা দিয়ে বেরিয়ে আসলো তাই কোমর বেঁধে এবার আসরে ফের পুলিশ।

আসন্ন বারাসাতে কালী পুজো উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় বারাসাত শহর জুড়ে। কোর্টের নির্দেশ মেনে এবার পুজো মণ্ডপ গুলি কে করো না পরিস্থিতির সবরকম ব্যবস্থা রাখতে হবে।

বুধবার সাতসকালে বারাসাত জেলা পুলিশ সুপার রাজনারায়ন মুখার্জি সহ অতিরিক্ত পুলিশ সুপার বিশ্ব চাঁদ ঠাকুর এবং পুলিশের আরও উচ্চতর অধিকর্তা এদিন মণ্ডপে মণ্ডপে গিয়ে তা খতিয়ে দেখলেন। পুজো কমিটির গুলোকে আগেই নির্দেশ দেওয়া হয়েছিল জেলা পুলিশের তরফ থেকে সমস্ত রকম বিধিনিষেধ মানতে হবে তা কেমন ব্যবস্থা রেখেছে তা আজ খতিয়ে দেখেন জেলা পুলিশ সুপারসহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। বারাসাত পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি বলেন আমরা বেরিয়েছি যে কোর্টের নির্দেশ আছে করো না বিধি সবরকম মেনে পুজো করতে হবে যাতে বেশি সংখ্যক লোকের ভিড় না হয় তা খতিয়ে দেখতে আজ আমরা পূজামণ্ডপগুলোতে যাচ্ছি।

বিদ্যালয় খোলার চিঠিতে সিঁদুরে মেঘ দেখছে হাবড়ার জলমগ্ন এলাকার পরিবারের জনা পঞ্চাশেক সদস্য ।বর্তমানে তারা রয়েছে হাবড়া মডেল হাইস্কুলে । বিকল্প ব্যবস্থা না হলে স্কুল ছারবেন না জানান তারা ।

প্রায় দেড় মাস ধরে জলমগ্ন হাবড়া পুরসভার উত্তর হাবড়া, লোকনাথ সরণি ,বাহান্ন ফ্যামিলি, পশ্চিম কামারথুবার এলাকার কয়েকশো পরিবার । বেশকিছু ঘরের ভিতর জল থাকায় এবং ছোট ছোট বাচ্চা থাকার কারণে পুরসভার তরফে উত্তর হাবড়ার একটি প্রাথমিক বিদ্যালয় ও হাবড়া মডেল হাইস্কুলে থাকার ব্যবস্থা করা হয়েছে । সম্প্রতি রাজ্য সরকার আগামী মাসের ১৫ তারিখ স্কুল খোলার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। সপ্তাহ তিনেক ধরে প্রায় ১৫ টি পরিবারের জনা পঞ্চাশেক সদস্য হাবড়া মডেল হাইস্কুলে রয়েছে । সেখানেই তারা নিজেরাই রান্না করে খাওয়া-দাওয়া করছে, বেশ কিছু পড়ুয়াও রয়েছে এই শিবিরে । তারা তার মধ্যেই পড়াশোনা চালাচ্ছে । তবে স্কুল খোলার নির্দেশে সিঁদুরে মেঘ দেখছে তারা । ত্রাণ শিবির ছেড়ে বাড়িতে যাওয়ার উপক্রম নেই ।তাই স্কুল খোলার নির্দেশ হলেও তারা স্কুল ছাড়বেন না বিকল্প কোনো ব্যবস্থা না হওয়া পর্যন্ত এমনটাই জানান শিবির আসা মানুষেরা । বিদ্যালয়ের প্রধান করণিক জানায় এ বিষয়ে বিদ্যালয়ের তরফে পুরসভাকে লিখিত আকারে জানানো হবে ।