আরও শক্তি বাড়াল জাওয়াদ।

আরও শক্তি বাড়াল জাওয়াদ। বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে অতি গভীর নিম্নচাপ। এই মুহুর্তে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর লাগোয়া পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তার অবস্থান। আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি পরিণত হবে ঘূর্ণিঝড়ে। আগামীকাল সকালে ল্যাণ্ডফলের সম্ভাবনা। রাজ্যের বিভিন্ন দফতর যেমন তৎপর পাশাপাশি বিদুৎ দফতর ও খুব তৎপর। সমুদ্র উপকূল বর্তি এলাকার জেলা গুলোতে টিম করে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। ডিএম এসপি দের সাথে যোগাযোগ রেখে কাজ করবে বিদুৎ দফতর। বিশেষ হেল্প নম্বরও চালু করলো বিদুৎ দফতর। কলকাতাতে থানা কেউ দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্য বিদ্যুৎ দফতরের হেল্প নম্বর ৮৯০০৭৯৩৫০৩/0৪ সিএসসির হেল্প নম্বর
৯৮৩১০৭৯৬৬৬/৯৮৩১০৮৩৭০০

Popular posts from this blog

বিদ্যালয় খোলার চিঠিতে সিঁদুরে মেঘ দেখছে হাবড়ার জলমগ্ন এলাকার পরিবারের জনা পঞ্চাশেক সদস্য ।বর্তমানে তারা রয়েছে হাবড়া মডেল হাইস্কুলে । বিকল্প ব্যবস্থা না হলে স্কুল ছারবেন না জানান তারা ।

নির্বাচন পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী জে পি যাদব খুনের তদন্তে ভাটপাড়ায় সিবিআই