আসন্ন বারাসাতে কালী পুজো উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় বারাসাত শহর জুড়ে। কোর্টের নির্দেশ মেনে এবার পুজো মণ্ডপ গুলি কে করো না পরিস্থিতির সবরকম ব্যবস্থা রাখতে হবে।

বুধবার সাতসকালে বারাসাত জেলা পুলিশ সুপার রাজনারায়ন মুখার্জি সহ অতিরিক্ত পুলিশ সুপার বিশ্ব চাঁদ ঠাকুর এবং পুলিশের আরও উচ্চতর অধিকর্তা এদিন মণ্ডপে মণ্ডপে গিয়ে তা খতিয়ে দেখলেন। পুজো কমিটির গুলোকে আগেই নির্দেশ দেওয়া হয়েছিল জেলা পুলিশের তরফ থেকে সমস্ত রকম বিধিনিষেধ মানতে হবে তা কেমন ব্যবস্থা রেখেছে তা আজ খতিয়ে দেখেন জেলা পুলিশ সুপারসহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। বারাসাত পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি বলেন আমরা বেরিয়েছি যে কোর্টের নির্দেশ আছে করো না বিধি সবরকম মেনে পুজো করতে হবে যাতে বেশি সংখ্যক লোকের ভিড় না হয় তা খতিয়ে দেখতে আজ আমরা পূজামণ্ডপগুলোতে যাচ্ছি।

Popular posts from this blog

বিদ্যালয় খোলার চিঠিতে সিঁদুরে মেঘ দেখছে হাবড়ার জলমগ্ন এলাকার পরিবারের জনা পঞ্চাশেক সদস্য ।বর্তমানে তারা রয়েছে হাবড়া মডেল হাইস্কুলে । বিকল্প ব্যবস্থা না হলে স্কুল ছারবেন না জানান তারা ।

আরও শক্তি বাড়াল জাওয়াদ।

নির্বাচন পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী জে পি যাদব খুনের তদন্তে ভাটপাড়ায় সিবিআই