নির্বাচন পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী জে পি যাদব খুনের তদন্তে ভাটপাড়ায় সিবিআই

নির্বাচন পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী জে পি যাদব খুনের তদন্তে ভাটপাড়ায় সিবিআই
----------------------------------------------
নির্বাচন পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী জয়প্রকাশ যাদব খুনের ঘটনার তদন্তে বুধবার বেলায় ভাটপাড়ার ১ ,নম্বর ওয়ার্ডের কুলিডিপো মোড়ে আসেন সিবিআইয়ের টিম। ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা লালন সিং ও তার পুত্র চন্দন সিং এখনও ফেরার। এদিন সিবিআইয়ের টিম লালন সিংয়ের বাড়িতে এসে তার পরিবারের লোকজনের সঙ্গে দীর্ঘক্ষন কথা বলেন। অভিযুক্তের বাড়িতে আসার আগে কেন্দ্রীয় তদন্তকারীরা ভাটপাড়া থানায় গিয়ে কিছু তথ্য সংগ্রহ করেন। প্রসঙ্গত, চলতি বছরের ৬ জুন বেলায় মাথায় বোমা মেরে খুন করা হয়েছিল জয়প্রকাশ যাদবকে। বোমা মারায় অভিযুক্ত টুনটুন চৌধুরী ইতিমধ্যে জামিন পেয়ে গিয়েছে।

Popular posts from this blog

বিদ্যালয় খোলার চিঠিতে সিঁদুরে মেঘ দেখছে হাবড়ার জলমগ্ন এলাকার পরিবারের জনা পঞ্চাশেক সদস্য ।বর্তমানে তারা রয়েছে হাবড়া মডেল হাইস্কুলে । বিকল্প ব্যবস্থা না হলে স্কুল ছারবেন না জানান তারা ।

আরও শক্তি বাড়াল জাওয়াদ।